Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে বৈলছড়ি ইউনিয়ন পরিষদ

 

এক নজরে বৈলছড়ি ইউনিয়ন পরিষদ

আয়তন

বৈলছড়ি ইউনিয়নের আয়তন ৩,১৫৭ একর (১২.৭৮ বর্গ কিলোমিটার/ ৪.৯৩ বর্গমাইল)।

 

জনসংখ্যা

২০১১ সালের আদম শুমারি অনুযায়ী বৈলছড়ি ইউনিয়নের মোট জনসংখ্যা ১৫,৫০৫ জন। এর মধ্যে পূরুষ ৭,৬১১ জন এবং মহিলা ৭,৮৯৪ জন। মোট পরিবার সংখ্যা ২৮৯০টি।

 

অবস্থান ও সীমানা

বাঁশখালী উপজেলার মধ্যাংশে বৈলছড়ি ইউনিয়নের অবস্থান। উপজেলা সদর থেকে এ ইউনিয়নের দুরত্ব প্রায় ৭ কিলোমিটার। এ ইউনিয়নের উত্তরে কালীপুর ইউনিয়ন, পশ্চিমে কাথরিয়া ইউনিয়ন, দক্ষিণে সরল ইউনিয়ন এবং পূর্বে সাতকানিয়া উপজেলার মাদার্শা ইউনিয় অবস্থিত।

 

প্রশাসনিক কাঠামো

বৈলছড়ি ইউনিয়ন বাঁশখালী উপজেলার আওতাধীন। এটি দক্ষিন চট্টগ্রামের সর্বপ্রথম ইউনিয়ন যা প্রতিষ্ঠিত হয় ১৯২২ সালে । এটি জাতীয় সংসদের ২৯৩ নং নির্বাচনী এলাকা চট্টগ্রাম -১৬ এর একটি অংশ। এ ইউনিয়নের গ্রামগুলো হল:

  • বৈলছড়ি ( ১ ও ২ নং ওয়ার্ড নিয়ে গঠিত)
  • পূর্ব বৈলছড়ি ( ৩ ও ৪ নং ওয়ার্ড নিয়ে গঠিত)
  • পূর্ব চেচুরিয়া ( ৫ ও ৬ নং ওয়ার্ড নিয়ে গঠিত)
  • মধ্য চেচুরিয়া ( ৭ ও ৮ নং ওয়ার্ড নিয়ে গঠিত)
  • পশ্চিম চেচুরয়া ( ৯ নং ওয়ার্ড)

শিক্ষা ব্যবস্থা

২০১১ আদম শুমারি অনুযায়ী বৈলছড়ি ইউনিয়নের স্বাক্ষরতার হার ৪২.৬ %। এ ইউনিয়নের ১টি ফাজিল মাদরাসা, ১টি মহিলা কলেজ, ২টি মাধ্যমিক বিদ্যালয়, ১টি কারিগরি কলেজ,  ৬টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানগুলোর হল:

  1. বাঁশখালী হামেদিয়া রহিমা আলিয়া ফাজিল মাদরাসা।
  2. বাঁশখালী মহিলা কলেজ
  3. বাঁশখালী পলিটেকনিক কলেজ
  4. বৈলছড়ি নজমুন্নেছা উচ্চ বিদ্যালয়
  5. এম. আনোয়ারুল আজিম গার্লস উচ্চ বিদ্যালয়
  6. বৈলছড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়
  7. খান বাহাদুর সরকারী প্রাথমিক বিদ্যালয়
  8. পূর্ব চেচুরিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়
  9. পূর্ব চেচুরিয়া খদুলাপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়
  10. মধ্য চেচুরিয়া  সরকারি প্রাথমিক বিদ্যালয়
  11. পশ্চিম চেচুরিয়া ঘোনাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়